ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে ফের না ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ১০:৩৫ পিএম


loading/img

পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ বা সিরিজ খেলতে ফের না করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চির-প্রতিদ্বন্দ্বীদের কাছে বারবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও আবারো একটি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

দ্য ন্যাশন জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যু দক্ষিণ আফ্রিকায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল পিসিবি। তবে তা নাকচ করে দিয়েছে বিসিসিআই।

ভারতীয় বোর্ড জানিয়েছে, তিন দলের নিচে কোনো সিরিজ খেলতে ভারত সরকারের অনুমতি দরকার। তা না পাওয়ায় সেই সিরিজ খেলা হচ্ছে না।

বিজ্ঞাপন

এদিকে, ২০১৮ সালের জানুযারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের চার টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দু’টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। ওই সময়ে একটি ত্রিদেশীয় সিরিজও আয়োজন করতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজেও তৃতীয় দল হিসেবে অংশ নিতে ইচ্ছা পোষণ করেছিল পাকিস্তান।

দক্ষিণ আফ্রিকা বোর্ড (সিএসএ) জানিয়েছে, পাকিস্তানকে নিয়ে সিরিজ খেলতে ভারত না করায় শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হবে। দক্ষিণ আফ্রিকায় সেই ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তানও।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |